১। মানুষের একটি হাতে মোট ২৭ টি হাড় থাকে।
২। মানুষের দেহে বিভিন্ন ধরনের কোষ থাকে। এদের মধ্যে সবচেয়ে ক্ষুদ্র কোষ হল স্পার্ম সেল।
৩। মানব দেহের পরিপাকতন্ত্রের মধ্যে সবচেয়ে বড় তন্ত্রটি হল ক্ষুদ্রান্ত যার গড় দৈর্ঘ হল প্রায় ৭ মিটার।
৪। মানব দেহে পেশির সংখ্যা ৬৩৯।
৫। পূর্নবয়স্ক মানুষের দেহে মোট ২০৬ টি হাড় থাকে।
৬। মানুষের দুধ দাঁতের সংখ্যা ২০ টি।
৮। মানুষের পাঁজরে হাড়ের সংখ্যা ২৪ টি, দুই পাশে ১২ টি করে।
৮। রক্ত পরিবহনতন্ত্রের সবচেয়ে সবচেয়ে বড় ধমনী হল Aorta।
৯। মানুষের পায়ে হাড়ের সংখ্যা ২৬ টি।
১০। পূর্নবয়স্ক মানুষের দেহে হাড়ের সংখ্যা ২০৬ টি হলেও, শিশুদের মোট ৩০০ টি হাড় থাকে। বয়স বাড়ার সাথে সাথে এই সংখ্যা কমতে থাকে।
১১। মানুষের এক বাহুতে মোট ৭২ টি পেশি থাকে।
১২। মানুষের দেহে সবচেয়ে বড় গ্রন্থি হল লিভার।
১৩। মানবদেহের সবচেয়ে বড় অঙ্গটি হল ত্বক।
১৪। মানবদেহের সবচেয়ে বড় কোষটি হল ডিম্বানু বা ওভাম।
১৫। মানব দেহের সবচেয়ে ক্ষুদ্র হাড় হল stapes যা ইয়ারড্রাম এর কাছে অবস্থিত।
১৬। লোহিত রক্ত কনিকার গড় আয়ু হল ১২০ দিন।
১৭। মানবদেহের দীর্ঘতম কোষ হল স্নায়ু কোষ।
১৮। মানবদেহের ক্ষুদ্রতম পেশি হল স্টেপিডিয়াস যা মধ্যকর্ণে অবস্থিত।
১৯। মানবদেহের সবচেয়ে দীর্ঘ এবং শক্ত হাড় হল ফিমার।
২০। আমাদের সবচেয়ে বড় পেশি হল gluteus Maximus যা আমাদের পশ্চাদ অঞ্চলে অবস্থিত
২১। মানবদেহের সবচেয়ে শক্ত পেশি হল Masseter বা jaw muscle।
২২। আমাদের সবচেয়ে দীর্ঘ স্নায়ুর নাম Sciatic Nerve।
২৩। মানবদেহের দীর্ঘতম জিনের নাম DMD বা ডিস্টরফিন।
৪। মানব দেহে পেশির সংখ্যা ৬৩৯।
৫। পূর্নবয়স্ক মানুষের দেহে মোট ২০৬ টি হাড় থাকে।
৬। মানুষের দুধ দাঁতের সংখ্যা ২০ টি।
৮। মানুষের পাঁজরে হাড়ের সংখ্যা ২৪ টি, দুই পাশে ১২ টি করে।
৮। রক্ত পরিবহনতন্ত্রের সবচেয়ে সবচেয়ে বড় ধমনী হল Aorta।
৯। মানুষের পায়ে হাড়ের সংখ্যা ২৬ টি।
১০। পূর্নবয়স্ক মানুষের দেহে হাড়ের সংখ্যা ২০৬ টি হলেও, শিশুদের মোট ৩০০ টি হাড় থাকে। বয়স বাড়ার সাথে সাথে এই সংখ্যা কমতে থাকে।
১১। মানুষের এক বাহুতে মোট ৭২ টি পেশি থাকে।
১২। মানুষের দেহে সবচেয়ে বড় গ্রন্থি হল লিভার।
১৩। মানবদেহের সবচেয়ে বড় অঙ্গটি হল ত্বক।
১৪। মানবদেহের সবচেয়ে বড় কোষটি হল ডিম্বানু বা ওভাম।
১৫। মানব দেহের সবচেয়ে ক্ষুদ্র হাড় হল stapes যা ইয়ারড্রাম এর কাছে অবস্থিত।
১৬। লোহিত রক্ত কনিকার গড় আয়ু হল ১২০ দিন।
১৭। মানবদেহের দীর্ঘতম কোষ হল স্নায়ু কোষ।
১৮। মানবদেহের ক্ষুদ্রতম পেশি হল স্টেপিডিয়াস যা মধ্যকর্ণে অবস্থিত।
১৯। মানবদেহের সবচেয়ে দীর্ঘ এবং শক্ত হাড় হল ফিমার।
২০। আমাদের সবচেয়ে বড় পেশি হল gluteus Maximus যা আমাদের পশ্চাদ অঞ্চলে অবস্থিত
২১। মানবদেহের সবচেয়ে শক্ত পেশি হল Masseter বা jaw muscle।
২২। আমাদের সবচেয়ে দীর্ঘ স্নায়ুর নাম Sciatic Nerve।
২৩। মানবদেহের দীর্ঘতম জিনের নাম DMD বা ডিস্টরফিন।
২৪। আমাদের মুখে প্রতিদিন প্রায় এক লিটার স্যালাইভা বা থুতু উৎপন্ন হয়।
২৫। ঘুমন্ত অবস্থায় কখনো কখনো আমাদের মস্তিস্ক জেগে থাকা অবস্থার চেয়ে বেশি সক্রিয় থাকে।
২৬। মানবদেহের সমস্ত রক্তনালী গুলোকে একের পর এক জোড়া লাগালে এর দৈর্ঘ্য ১,০০,০০০ মাইল পর্যন্ত হতে পারে। (গড়ে ৬০,০০০ মাইল)।
২৭। আমাদের নাভীতে প্রায় ৬৭ টি ভিন্ন প্রজাতির ব্যাকটেরিয়া থাকে।
২৮। আমাদের স্নায়ু কোষ দিয়ে তড়িৎ সংকেত প্রায় ৪০০ কি.মি./ ঘন্টা বেগে চলে।
২৯। মানুষের গড় জীবনকালে হৃদপিন্ড প্রায় ৩ বিলিয়নেরও বেশি হার্টবিট দেয়।
৩০। মানুষের নাক এক ট্রিলিয়নেরও বেশি ভিন্ন ভিন্ন ঘ্রান সনাক্ত করতে পারে।
৩১। মানুষের ভরের প্রায় আট শতাংশ রক্ত।
৩২। প্রতি সেকেন্ডে আমাদের শরিল প্রায় ২৫ মিলিয়ন নতুন সেল গঠন করে।
৩৩। আমাদের মস্তিস্ক রক্ত এবং গৃহিত অক্সিজেনের প্রায় ২০ শতাংশ ব্যাবহার করে।
৩৪। আমাদের দেহের ৬০-৭০ শতাংশ পানি।
৩৫। একটি সুস্থ ফুস্ফুস গোলাপী রঙের হয়।
৩৬। আমাদের ত্বক আমাদেরকে প্রায় ১০০০ ভিন্ন প্রজাতির ব্যাকটেরিয়া থেকে রক্ষা করে।
৩৭। হাতের নখ পায়ের নখের চেয়ে দ্রুত বাড়ে।
৩৮। আমাদের কিডনি প্রতিদিন প্রায় ৫০ গ্যালন রক্ত সঞ্চালন করে।
৩৯। একজন পূর্নবয়স্ক মানুষ প্রতিদিন গড়ে ২০,০০০ বার নিঃশ্বাস নেয়।
৪০। আমাদের মস্তিস্কে প্রায় ১০০ বিলিয়ন নিউরন বা স্নায়ুকোষ রয়েছে।
কমেন্ট বক্সে লেখাটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানান |
4 মন্তব্যসমূহ
লেখাগুলি পড়তে ভালো লাগলো
উত্তরমুছুনলেখাগুলি পড়তে ভালো লাগলো, কতোটা সঠিক জানিনা।
উত্তরমুছুনধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য। তথ্যগুলো চেষ্টা করা হয়েছে যথাসম্ভব সঠিকভাবে উপস্থাপন করা। মূলত প্রতিষ্ঠিত বিভিন্ন উৎস থেকে যাচাই বাছাই করে লেখা হয়েছে। যদি কোন তথ্যে দ্বিমত থাকে বা কোন তথ্যে অসংগতি পেয়ে থাকেন তাহলে নির্দ্বিধায় আমাদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।
মুছুনভালো হয়েছে
উত্তরমুছুনIf it seems any informative mistake in the post, you are cordially welcome to suggest fixing it.