পদার্থবিজ্ঞানের গুরুত্বপূর্ন সূত্রের ধারাবাহিক পর্বের আজ থাকছে পর্ব-২। এ পর্বে থাকছে রৈখিক গতি অধ্যায়ের সূত্রসমূহ।
রৈখিক গতি কী?
কোন বস্তুর গতি যদি একটি সরল রেখা বরাবর হয়, তবে তাকে রৈখিক গতি বলে।
রৈখিক গতি কী?
কোন বস্তুর গতি যদি একটি সরল রেখা বরাবর হয়, তবে তাকে রৈখিক গতি বলে।
সূত্রসমূহঃ
১। x-অক্ষ বরাবর কোন বস্তু dt সময়ে ক্ষুদ্রাতিক্ষুদ্র দূরত্ব dx অতিক্রম করলে, বস্তুটির বেগ-
১। x-অক্ষ বরাবর কোন বস্তু dt সময়ে ক্ষুদ্রাতিক্ষুদ্র দূরত্ব dx অতিক্রম করলে, বস্তুটির বেগ-
Vx = dx / dt
যেখানে, vx = x-অক্ষ বরাবর শেষ বেগ
dx/dt = t এর সাপেক্ষে দূরত্ব x এর অন্তরীকরণ
এবং বস্তুটির ত্বরণ,
ax = ত্বরণ {মি.সে২ (ms-2)}
dvx /dt = x-অক্ষ বরাবর বেগ এর অন্তরীকরণ
a̅ = গড় ত্বরণ
dv̅ = গড় বেগ
২। সরল পথে অতিক্রান্ত কোন বস্তুর শেষ বেগ,
v = শেষ বেগ
u = আদিবেগ
a = ত্বরণ
t = সময়
৩।
v̅ = গড় শেষ বেগ
v̅o = গড় আদিবেগ
a̅ = গড় ত্বরণ
৪।
u,v0 = আদিবেগ
a = ত্বরণ
t = সময়
s = সরণ
৫।
৬।
vx = x-অক্ষ বরাবর শেষ বেগ
vxo = x-অক্ষ বরাবর আদি বেগ
ax = x-অক্ষ বরাবর ত্বরণ
৭।
xo = x-অক্ষ বরাবর আদি সরণ
vx0 = x-অক্ষ বরাবর আদি বেগ
vx = x-অক্ষ বরাবর শেষ বেগ
৮। x = x0 + vx0t + ½ axt2
৯। vx2 = vx02 + 2ax (x-x0)
১০। s = v + t = ut + ½ at2
১১।
Sth = তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব
১৩। খাড়াভাবে নিক্ষিপ্ত বস্তুর গতির সমীকরণ :
h = উচ্চতা
hth = তম সেকেন্ডে অতিক্রান্ত উচ্চতা
১৪।
v̅ = গড় বেগ
∆S, ∆r̅ = অতি ক্ষুদ্র দূরত্ব
∆t = অতি ক্ষুদ্র সময়
১৫। পড়ন্ত বস্তুর ক্ষেত্রে :
T = ভ্রমন কাল
dx/dt = t এর সাপেক্ষে দূরত্ব x এর অন্তরীকরণ
এবং বস্তুটির ত্বরণ,
ax = dvx /dt
যেখানে, ax = ত্বরণ {মি.সে২ (ms-2)}
dvx /dt = x-অক্ষ বরাবর বেগ এর অন্তরীকরণ
বা, a̅ = dv̅ / dt
যেখানে, a̅ = গড় ত্বরণ
dv̅ = গড় বেগ
২। সরল পথে অতিক্রান্ত কোন বস্তুর শেষ বেগ,
v = u +at
যেখানে, v = শেষ বেগ
u = আদিবেগ
a = ত্বরণ
t = সময়
৩।
v̅ = v̅o + a̅t
যেখানে, v̅ = গড় শেষ বেগ
v̅o = গড় আদিবেগ
a̅ = গড় ত্বরণ
৪।
s = ut + ½ at2
বা,
s = v0t + ½ at2
যেখানে, u,v0 = আদিবেগ
a = ত্বরণ
t = সময়
s = সরণ
৫।
v2 = u2 + 2as
বা,
v2 = v02 + 2as
৬।
vx = vx0 + axt
যেখানে, vx = x-অক্ষ বরাবর শেষ বেগ
vxo = x-অক্ষ বরাবর আদি বেগ
ax = x-অক্ষ বরাবর ত্বরণ
৭।
x = x0 + ½ (vx0 + vx) t
x = x-অক্ষ বরাবর শেষ সরণ xo = x-অক্ষ বরাবর আদি সরণ
vx0 = x-অক্ষ বরাবর আদি বেগ
vx = x-অক্ষ বরাবর শেষ বেগ
৮। x = x0 + vx0t + ½ axt2
৯। vx2 = vx02 + 2ax (x-x0)
১০। s = v + t = ut + ½ at2
১১।
H = u2 / 2g
t = u / g
যেখানে,
H = সর্বোচ্চ উচ্চতা
g = অভিকর্ষজ ত্বরণ
u = আদিবেগ
১২।
H = সর্বোচ্চ উচ্চতা
g = অভিকর্ষজ ত্বরণ
u = আদিবেগ
১২।
Sth = u + ½ a (2t-1)
যেখানে,Sth = তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব
১৩। খাড়াভাবে নিক্ষিপ্ত বস্তুর গতির সমীকরণ :
(ⅰ) v = u ± gt ;
(ⅱ) v2 = u2 ± 2gh ;
(ⅲ) h = ut ± ½ gt2
(ⅳ) hth = u ± ½ g (2t-1)
যেখানে,h = উচ্চতা
hth = তম সেকেন্ডে অতিক্রান্ত উচ্চতা
১৪।
v̅ = ΔS / Δt
v̅ = ∆r̅ / ∆t
v̅ = dr̅ / dt
যেখানে,v̅ = গড় বেগ
∆S, ∆r̅ = অতি ক্ষুদ্র দূরত্ব
∆t = অতি ক্ষুদ্র সময়
১৫। পড়ন্ত বস্তুর ক্ষেত্রে :
(ⅰ) v = gt
(ⅱ) h = ½ gt2
(ⅲ) v2 = 2gh
(ⅳ) hth = ½ g (2t -1)
(ⅴ) T = 2u / g
যেখানে,T = ভ্রমন কাল
পদার্থবিজ্ঞানের সকল সূত্র দেখুন- এখানে
3 মন্তব্যসমূহ
khub valo hoyeche studentn der jonno eta khub valo
উত্তরমুছুনধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য। আমাদের সাথেই থাকুন।
মুছুনNice answer 💖
উত্তরমুছুনIf it seems any informative mistake in the post, you are cordially welcome to suggest fixing it.