Image by wisilife |
দ্বিমাত্রিক গতি কি?
কোন বস্তু যদি একটি সমতলে গতিশীল থাকে তবে তাকে দ্বিমাত্রিক গতি বলে। এই গতির দুটি মাত্রা থাকে।
সূত্রসমূহঃ
১। অবস্থান ভেক্টর, r̅ = xî + yĵ
যেখানে,
x = x-অক্ষ বরাবর অবস্থান
y = y-অক্ষ বরাবর অবস্থান
î = x-অক্ষ বরাবর একক ভেক্টর
ĵ = y-অক্ষ বরাবর একক ভেক্টর
২। গড় বেগ, V̅ = ∆r̅ / ∆t
যেখানে,
V̅ = গড় বেগ
∆r̅ = অবস্থানের পরিবর্তন
∆t = সময়ের পরিবর্তন
৩। বেগ, v̅ = dr̅ / dt
যেখানে,
dr̅ / dt = সময়ের সাথে অবস্থানের ক্ষুদ্র পরিবর্তন
৪। ত্বরণ, a̅ = dv̅ / dt
যেখানে,
dv̅ / dt = সময়ের সাথে বেগের ক্ষুদ্র পরিবর্তন
৫। v̅ = v̅o + a̅t
যেখানে,
v̅o = আদিবেগ
v̅ = শেষবেগ
a̅ = গড় ত্বরণ
t = সময়
৬। r̅ = r̅o + ½ (v̅o+v̅)t
যেখানে,
r̅ = শেষ অবস্থান
r̅o = আদি অবস্থান
৭। r̅ = r̅o + v̅ot+ ½ a̅t2
৮। v̅.v̅ = v̅o.v̅o+2a̅ (r̅-r̅o)
প্রাসের ক্ষেত্রেঃ
৯। গতিপথের সমীকরণ
y = (tanθo)x - gx2/2(vocosθo)2
১। অবস্থান ভেক্টর, r̅ = xî + yĵ
যেখানে,
x = x-অক্ষ বরাবর অবস্থান
y = y-অক্ষ বরাবর অবস্থান
î = x-অক্ষ বরাবর একক ভেক্টর
ĵ = y-অক্ষ বরাবর একক ভেক্টর
২। গড় বেগ, V̅ = ∆r̅ / ∆t
যেখানে,
V̅ = গড় বেগ
∆r̅ = অবস্থানের পরিবর্তন
∆t = সময়ের পরিবর্তন
৩। বেগ, v̅ = dr̅ / dt
যেখানে,
dr̅ / dt = সময়ের সাথে অবস্থানের ক্ষুদ্র পরিবর্তন
৪। ত্বরণ, a̅ = dv̅ / dt
যেখানে,
dv̅ / dt = সময়ের সাথে বেগের ক্ষুদ্র পরিবর্তন
৫। v̅ = v̅o + a̅t
যেখানে,
v̅o = আদিবেগ
v̅ = শেষবেগ
a̅ = গড় ত্বরণ
t = সময়
৬। r̅ = r̅o + ½ (v̅o+v̅)t
যেখানে,
r̅ = শেষ অবস্থান
r̅o = আদি অবস্থান
৭। r̅ = r̅o + v̅ot+ ½ a̅t2
৮। v̅.v̅ = v̅o.v̅o+2a̅ (r̅-r̅o)
প্রাসের ক্ষেত্রেঃ
৯। গতিপথের সমীকরণ
y = (tanθo)x - gx2/2(vocosθo)2
যেখানে,
θo = নিক্ষেপণ কোণ
vo = নিক্ষেপণ বেগ
g = অভিকর্ষজ ত্বরণ
বা, y = bx-cx2 (প্যারাবোলার সাধারণ সমীকরণ)
যেখানে,
y = y-অক্ষ বরাবর প্রাসের সরণ
b = ধ্রুবক = tanθo
c = ধ্রুবক = g/2(vocosθo)2
১০। উড্ডয়ন কাল, T = 2vosinθo/g
১১। সর্বাধিক উচ্চতায় ওঠার সময়, tm = vosinθo/g
১২। অনুভূমিক পাল্লা, R= vo2sin2θo/g
১৩। সর্বাধিক অনুভূমিক পাল্লা, Rmax = vo2/g
১৪। সর্বাধিক উচ্চতা, hm = (vosinθo)2/2g
কৌণিক বেগের ক্ষেত্রেঃ
১৫।
ω = dθ / dt
যেখানে,
ω = কৌণিক বেগ
θ = কৌণিক সরণ
dθ / dt = সময়ের সাথে কৌণিক সরণের পরিবর্তন
১৬। ω = 2πN /T
যেখানে, N = ঘূর্ণন সংখ্যা
N = 1 হলে,
ω = 2π /T
T = পর্যায়কাল
ω = 2πf
f = কম্পাঙ্ক = 1/T
১৭। কৌণিক বেগ ও রৈখিক বেগের মধ্যে সম্পর্ক, v = ωr
যেখানে,
v = রৈখিক বেগ
ω = কৌণিক বেগ
r = ব্যাসার্ধ
বা, v = 2πr / T, যেহেতু ω = 2π /T
১৮। বৃত্তচাপ, s = rθ
১৯। কৌণিক ত্বরণ, α = dω/dt
বা, α = (ω - ω0)/t
যেখানে,
dω/dt = সময়ের সাথে কৌণিক বেগের পরিবর্তন
ω = শেষ কৌণিক বেগ
ωo = আদি কৌণিক বেগ
t = সময়
২০। রৈখিক ত্বরণ ও কৌণিক ত্বরণ এর মধ্যে সম্পর্ক, a = rα
যেখানে,
a = রৈখিক ত্বরণ
α = কৌণিক ত্বরণ
r = ব্যাসার্ধ
২১। ত্বরণ, a = ω2r
বা, v2/r
θo = নিক্ষেপণ কোণ
vo = নিক্ষেপণ বেগ
g = অভিকর্ষজ ত্বরণ
বা, y = bx-cx2 (প্যারাবোলার সাধারণ সমীকরণ)
যেখানে,
y = y-অক্ষ বরাবর প্রাসের সরণ
b = ধ্রুবক = tanθo
c = ধ্রুবক = g/2(vocosθo)2
১০। উড্ডয়ন কাল, T = 2vosinθo/g
১১। সর্বাধিক উচ্চতায় ওঠার সময়, tm = vosinθo/g
১২। অনুভূমিক পাল্লা, R= vo2sin2θo/g
১৩। সর্বাধিক অনুভূমিক পাল্লা, Rmax = vo2/g
১৪। সর্বাধিক উচ্চতা, hm = (vosinθo)2/2g
কৌণিক বেগের ক্ষেত্রেঃ
১৫।
ω = dθ / dt
যেখানে,
ω = কৌণিক বেগ
θ = কৌণিক সরণ
dθ / dt = সময়ের সাথে কৌণিক সরণের পরিবর্তন
১৬। ω = 2πN /T
যেখানে, N = ঘূর্ণন সংখ্যা
N = 1 হলে,
ω = 2π /T
T = পর্যায়কাল
ω = 2πf
f = কম্পাঙ্ক = 1/T
১৭। কৌণিক বেগ ও রৈখিক বেগের মধ্যে সম্পর্ক, v = ωr
যেখানে,
v = রৈখিক বেগ
ω = কৌণিক বেগ
r = ব্যাসার্ধ
বা, v = 2πr / T, যেহেতু ω = 2π /T
১৮। বৃত্তচাপ, s = rθ
১৯। কৌণিক ত্বরণ, α = dω/dt
বা, α = (ω - ω0)/t
যেখানে,
dω/dt = সময়ের সাথে কৌণিক বেগের পরিবর্তন
ω = শেষ কৌণিক বেগ
ωo = আদি কৌণিক বেগ
t = সময়
২০। রৈখিক ত্বরণ ও কৌণিক ত্বরণ এর মধ্যে সম্পর্ক, a = rα
যেখানে,
a = রৈখিক ত্বরণ
α = কৌণিক ত্বরণ
r = ব্যাসার্ধ
২১। ত্বরণ, a = ω2r
বা, v2/r
পদার্থবিজ্ঞানের সকল সূত্র পেতে ক্লিক করুন এখানে
0 মন্তব্যসমূহ
If it seems any informative mistake in the post, you are cordially welcome to suggest fixing it.