Image by wisilife |
কোয়ান্টাম মেকানিক্স নিঃসন্দেহে সকলের কাছে একটি জটিল ও উদ্ভট বিষয়। পদার্থবিজ্ঞান শিখতে চাইলে এই বিষয়টিতে এসে আপনি অবশ্যই ধাক্কা খাবেন।
প্রচলিত পদার্থবিজ্ঞানের নিয়মকানুন এর বাইরে কোয়ান্টাম মেকানিক্স নিয়ে এসেছে সম্ভাবনা সম্বলিত ব্যতিক্রমী কিছু নিয়ম কানুন। আর তাই তো আমরা পদার্থবিজ্ঞানের এই স্বল্প জ্ঞান নিয়ে কিছুতেই কোয়ান্টাম মেকানিক্স ঠিক সহজে বুঝে উঠতে পারি না। তবে এই দলে শুধু আমরা সাধারণ ছাত্ররাই নই, রয়েছেন অনেক বড় বড় বিজ্ঞানীও। বিভিন্ন বিজ্ঞানীও অনেকসময় হিমশিম খেয়েছেন কোয়ান্টাম মেকানিক্স বুঝতে। আর সে জন্যই বিভিন্ন সময় তাদের মুখ থেকে বের হয়েছে কোয়ান্টাম মেকানিক্স নিয়ে অদ্ভুত কিছু উক্তি। এমনকি খোদ আইনস্টাইনও রয়েছেন এই তালিকায়। তো চলুন দেখে নেওয়া যাক এরকম কিছু উক্তি।কোয়ান্টাম মেকানিক্স নিয়ে বিখ্যাত ব্যক্তিদের মজার উক্তি
১। আমি কোয়ান্টাম মেকানিক্স গ্রহণ করতে পারি না। কারণ আমি এটি ভাবতেই ভালবাসি যে আকাশের চাঁদ ঠিকই সেখানে আছে যখন আমি আকাশের দিকে তাকিয়ে নেই। - আলবার্ট আইনস্টাইন২। কোয়ান্টাম মেকানিক্স যদি কাউকে প্রচণ্ড ধাক্কাই না দেয় তাহলে সে এটি বুঝতেই পারে নি।- নীলস বোর
৩। কোয়ান্টাম মেকানিক্স কেউ বুঝতে পারে না।- রিচার্ড ফিম্যান
৪। তর্কাতিতভাবে বিজ্ঞানের জন্ম হয়েছিল আইজ্যাক নিউটন এর মহাকর্ষ সূত্র এবং গতির সমীকরণ গুলো দিয়ে। তবে বিশ শতকের শুরুর দিকে কোয়ান্টাম মেকানিক্স ও আপেক্ষিকতার সূত্র দিয়ে বিজ্ঞানের পুনর্জন্ম হয়। - পল ডেভিস
৫। বিশ শতকে কোয়ান্টাম মেকানিক্স এর আগমন পদার্থবিদদের তত্ত্বগুলো যা দ্বারা তারা বিশ্বকে বর্ণনা করতেন তাদের আমূল পরিবর্তন করতে বাধ্য করেছিল।- Alain Aspect
৬। আপেক্ষিকতায় গতি নিরবচ্ছিন্ন, সহজে নির্ণয়যোগ্য এবং ভালভাবে সংজ্ঞায়িত, তবে কোয়ান্টাম মেকানিক্স এ গতি নিরবচ্ছিন্ন নয়, সহজে নির্ণয়যোগ্য নয় এবং ভালভাবে সংজ্ঞায়িতও নয়।- ডেভিড বোম
৭। কোয়ান্টাম মেকানিক্স এর গণিত এবং সাধারণ আপেক্ষিকতার গণিত যখন পরস্পরের মুখোমুখি হয় তারা পরস্পরের ঘোর বিরোধী হয়ে উঠে এবং সমীকরণ গুলো আর কাজ করে না।- ব্রায়ান গ্রীনি
৮। আপনি পদার্থবিজ্ঞান ব্যাবহার করে যা দেখাতে পারেন তা এই মহাবিশ্বকে টিকিয়ে রাখতে বাধ্য করে। কিন্তু যখনই আপনি সাধারণ আপেক্ষিকতা বা কোয়ান্টাম মেকানিক্স ব্যাবহার করেন তখন এগুলো আপনাকে ঈশ্বরের অস্তিত্ব আছে ভাবতে বাধ্য করবে।- ফ্রাঙ্ক টিপলার
৯। কোয়ান্টাম মেকানিক্স কোয়ান্টাম অনিশ্চয়তা বা হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতির জন্য পদার্থবিজ্ঞানে এক অপ্রত্যাশিত বিভ্রান্তি নিয়ে এসেছে।- এডওয়ার্ড উইটেন
১০। আপনি যত বেশি কোয়ান্টাম মেকানিক্স পড়বেন এটি তত বেশি উদ্ভট ও বোধগম্য হয়ে উঠবে। আপনি যদি খুব ভালভাবে এটি বুঝতে চান তাহলে সত্যিকার অর্থেই আপনার উচ্চতর গণিত ও পদার্থবিজ্ঞানে পি.এইচ.ডি দরকার।- ব্লেক ক্রাউচ
১১। কেউ যদি বলেন যে তিনি কোয়ান্টাম মেকানিক্স নিয়ে ভাবার সময় বিবেচনা শূন্য হয়ে যান না, তাহলে বুঝতে হবে তিনি কোয়ান্টাম মেকানিক্স এর প্রাথমিক বিষয়টিই বুঝতে পারেন নি।- নীলস বোর
১২। প্রতিটি বস্তু যা আমরা বাস্তব বলে বিবেচনা করি তা আসলে এমন কিছু জিনিস দিয়ে তৈরি যা প্রকৃতপক্ষে বাস্তব নয়। - নীলস বোর
১৩। ভারতীয় দর্শনশাস্ত্র সম্পর্কে কথোপকথনের পরে, কোয়ান্টাম পদার্থবিজ্ঞানের এমন কিছু বিষয় যা উদ্ভট বলে মনে হয়েছিল তা হঠাৎ করে আরও বেশি অর্থবোধক মনে হচ্ছে।- ওয়ের্নার হাইজেনবার্গ
১৪। এটি প্রায়শই বলা হয় যে এই শতাব্দীতে প্রস্তাবিত সমস্ত তত্ত্বগুলির মধ্যে সবচেয়ে অর্থহীন হ'ল কোয়ান্টাম তত্ত্ব। আসলে, কেউ কেউ বলে থাকেন যে কোয়ান্টাম তত্ত্বটি শুধু এই কারণেই টিকে আছে যে এটি প্রশ্নাতীতভাবে সঠিক।- মিশিও কাকু
১৫। আমরা তাদের (এলিয়েন সভ্যতা) এটি জানাতে পারি যে গাণিতিক পদার্থবিজ্ঞানে আমরা কি কি আবিষ্কার করেছি। কিন্তু এখনো কিছু বিষয় আছে যা আমরা জানার জন্য আগ্রহী, যেমন কিভাবে মহাকর্ষ ও কোয়ান্টাম ফিজিক্স কে একীভূত করা যায়। তবে মনে হয় উত্তরে যা শুনব তা বোঝাটা কঠিন হয়ে যবে।- পল ডেভিস
কমেন্ট বক্সে লেখাটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানান |
source
0 মন্তব্যসমূহ
If it seems any informative mistake in the post, you are cordially welcome to suggest fixing it.