ছবিঃ INN |
সকল গ্রহ, উপগ্রহ, গ্রহাণু, নক্ষত্র, গ্যালাক্সি, ধূমকেতু, ব্ল্যাক হোল সহ সমস্ত মহাজাগতিক বস্তুকে একত্রে মহাবিশ্ব বলে। এমনকি সমস্ত মহাজাগতিক বস্তু যে অসীম শূন্যস্থানে বিরাজ করছে তা-ও মহাবিশ্বের অংশ। তবে শুধু এই অসীম সংখ্যক মহাজাগতিক বস্তু বা মহাশূন্যই নয়, সময়ও মহাবিশ্বের একটি অপরিহার্য অংশ।
অর্থাৎ, বলা যেতে পারে যে, সকল মহাজাগতিক বস্তু বা শক্তি, মহাশূন্য ও সময়ের যে সমষ্টি বিবেচনা করা করা হয় তা-ই মহাবিশ্ব। আমাদের পৃথিবী এবং এর উপগ্রহ চাঁদ মহাবিশ্বের একটি অতি ক্ষুদ্র অংশ, যেমন টি অন্যান্য গ্রহ এবং তাদের ডজন ডজন উপগ্রহও। মানুষ, পশুপাখি সহ কেউ-ই এর বাইরে নয়।
মহাবিশ্বের সৃষ্টি থেকে শুরু করে এক অতি দীর্ঘ সময় ধরে ধীরে ধীরে সৃষ্টি হয়েছে মহাজগতের এসকল উপাদান। মহাবিশ্বের সৃষ্টি সম্পর্কে জানতে চাইলে দেখুন আমাদের এই লেখাটি।
4 মন্তব্যসমূহ
আরও ভালো
উত্তরমুছুনধন্যবাদ
মুছুনআমি ভালো আছি
উত্তরমুছুনMHA vishva ki
উত্তরমুছুনIf it seems any informative mistake in the post, you are cordially welcome to suggest fixing it.