মুনাফা ও লাভ-ক্ষতি অধ্যায়ের সূত্র Image by Wisilife |
সরল মুনাফা নির্ণয়ের সূত্রাবলী
১। মুনাফা = আসল× মুনাফার হার × সময়
বা, I = Pnr
যেখানে, I = মুনাফা
P = মূলধন বা আসল
n = সময়
r = মুনাফার হার
২। সময় = মুনাফা ÷ (আসল × মুনাফার হার)
বা, n = I/Pr
৩। মুনাফার হার = মুনাফা ÷ (আসল×সময়)
বা, r = I/Pn
৪। আসল = মুনাফা ÷ (সময় × মুনাফার হার)
বা, P = I/nr
৫। মুনাফা-আসল = মুনাফা + আসল
বা, A = I + P
বা, A = Pnr + P
বা, A = P (1 + nr)
চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ের সূত্র
৬। চক্রবৃদ্ধি মূলধন = আসল × (১ + মুনাফার হার)সময়
বা, C = P (১ + r)n
যেখানে, P = মূলধন বা আসল
n = সময়
r = মুনাফার হার
৭। চক্রবৃদ্ধির মুনাফা = চক্রবৃদ্ধির মূলধন - আসল
= C - P
= P (১ + r)n - P
যেখানে, P = মূলধন বা আসল
n = সময়
লাভ-ক্ষতি নির্ণয়ের সূত্র
৮। লাভ = বিক্রয়মূল্য-ক্রয়মূল্য
৯। ক্ষতি = ক্রয়মূল্য-বিক্রয়মূল্য
১০। ক্রয়মূল্য = বিক্রয়মূল্য-লাভ
অথবা,
ক্রয়মূল্য = বিক্রয়মূল্য + ক্ষতি
১১। বিক্রয়মূল্য = ক্রয়মূল্য + লাভ
অথবা,
বিক্রয়মূল্য = ক্রয়মূল্য-ক্ষতি
গণিতের সকল সূত্র দেখুন এখানে
2 মন্তব্যসমূহ
Tnx a lot
উত্তরমুছুনYou are welcome.
মুছুনIf it seems any informative mistake in the post, you are cordially welcome to suggest fixing it.