গণিতের সূত্র | পর্বঃ ৭ | সমান্তর ধাঁরা ও গুণোত্তর ধাঁরা অধায়ের সূত্র |
গণিতের সূত্র নিয়ে আমাদের ধারাবাহিক পর্বের এ পর্বে থাকছে সমান্তর ধাঁরা ও গুণোত্তর ধাঁরা অধ্যায়ের সূত্রসমূহ।
১। অনুক্রম কাকে বলে?
উত্তর: অনুক্রম হচ্ছে কতকগুলো সংখ্যা বা রাশিকে একটি নির্দিষ্ট নিয়ম অনুসারে ধারাবাহিকভাবে সাজানোর প্রক্রিয়া।
২। পদ কাকে বলে?
উত্তর: অনুক্রমের প্রত্যেকটি সংখ্যা বা রাশিকে পদ বলা হয়।
৩। ধারা কাকে বলে?
উত্তর: অনুক্রমের সংখ্যা বা রাশিগুলোর সমষ্টিকে ধারা বলা হয়।
৪। সসীম ধারা কাকে বলে?
উত্তর: ধারার পদ সংখ্যা যদি নির্দিষ্ট বা সসীম হয়, তাহলে তাকে সসীম ধারা বলে। সসীম ধারার অপর নাম সান্ত ধারা।
৫। অসীম ধারা কাকে বলে?
উত্তর: কোন ধারার পদ সংখ্যা নির্দিষ্ট না হলে বা অসীম হলে তাকে অসীম ধারা বলে।
৬। সমান্তর ধারা কাকে বলে?
উত্তর: যে ধারায় ২য় পদ থেকে ১ম পদ বিয়োগ করলে একই সংখ্যা বা রাশি পাওয়া যায় তাকে সমান্তর ধারা বলে।
৭। গুণোত্তর ধারা কাকে বলে?
উত্তর: যে ধারার কোন পদের সাথে তার পরবর্তী পদের অনুপাত বা ভাগফল সমান হয় তাকে, গুণোত্তর ধারা বলা হয়।
সমান্তর ধাঁরা
১. 1+2+3+4+……+ n হলে এরূপ ধারার সমষ্টি = [n(n+1)/2]
২. ১ম n পদের বর্গের সমষ্টি = [n(n+1)(2n+1)]/6
1²+2² + 3²+……+ n²= [n(n+1)(2n+1)]/6
৩. ১ম n পদের ঘনের সমষ্টি = [n(n+1)/2]²
1³ + 2³ + 3³+……+n³= [n(n+1)/2]²
৪. পদ সংখ্যা = [(শেষ পদ – প্রথম পদ)/ সাধারণ অন্তর] + ১
Number of terms= (Last Term – first Term/ Difference)+1
৫. সমষ্টি/ যোঘফল = [(১ম পদ + শেষ পদ) x পদসংখ্যা] / 2
Sum= [(First Term+ Last term) x Number of Terms] / 2
৬. n তম পদ = a + (n-1)d
এখানে,
n = পদসংখ্যা
a = ১ম পদ
d = সাধারণ অন্তর
৭. গড়= (প্রথম পদ + শেষ পদ) / ২
৮. সমান্তর ধারার সমষ্টির সূত্র ( n সংখ্যক পদের সমষ্টি) = n/2[2a+(n-1)d]
৯. প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার সমষ্টি = n²
১০. প্রথম n সংখ্যক জোড় সংখ্যার সমষ্টি = n(n+1)
১১. বৃহত্তম সংখ্যা = (সমষ্টি + অন্তর) / ২
১২. ক্ষুদ্রতম সংখ্যা = ( সমষ্টি – অন্তর) / ২
১৩. ধারার n তম পদ = a+(n – 1) .d
যেখানে,
d = সাধারণ অন্তর
n = পদসংখ্যা
a = প্রথম পদ
গুণোত্তর ধারা
১৪। গুণোত্তর ধারার n তম পদ = ar^(n−1)
যেখানে,
a = ধারাটির প্রথম পদ
r = সাধারণ অনুপাত = দ্বিতীয় সংখ্যা / প্রথম সংখ্যা
১৫। গুণোত্তর ধারার n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি,
Sn= a(1−r^n)/1−r, যখন r < 1
Sn= a(r^n −1)/r−1, যখন r > 1
গণিতের সকল সূত্র দেখুন এখানে
0 মন্তব্যসমূহ
If it seems any informative mistake in the post, you are cordially welcome to suggest fixing it.