আমাদের মহাবিশ্ব কত বড়?

How big is the universe
পর্যবেক্ষণ যোগ্য মহাবিশ্ব
এক মূহুর্তের জন্য ভেবে দেখুন তো, বর্তমান প্রযুক্তির মহাকাশযানে চড়ে বিভিন্ন গ্রহে পৌঁছাতে কেমন সময় লাগতে পারে? বিজ্ঞানীদের মতে চাঁদে পৌঁছাতে আমাদের প্রায় তিন দিন সময় লাগে, আমাদের সবচেয়ে কাছের গ্রহ মংগলে যেতে প্রায় সাত মাস লাগে, শুক্র গ্রহে পৌঁছাতে ১৫ মাস, বৃহস্পতিতে পৌঁছাতে ছয় বছর, শনি গ্রহে পৌঁছাতে সাত বছর, ইউরেনাসে পৌঁছাতে ৮.৫ বছর, ৯.৫ বছর লাগে প্লুটো-তে পৌঁছাতে, এবং সবচেয়ে দূরের গ্রহ নেপচুনে পৌঁছাতে ১২ বছর। [তথ্যসূত্র]

এবার আসুন দেখা যাক সূর্যের ক্ষেত্রে কত সময় লাগতে পারে। সূর্য পৃথিবী থেকে 0.00001581 আলোকবর্ষ দূরে এবং বলতে গেলে প্রায় 25 দিনের মধ্যে আমরা সেখানে পৌঁছাতে পারি। সে যাই হোক, হয়তো ভাবছেন মহাবিশ্ব কত বড় সেটা জানতে এসে কেন এসব পড়তে হচ্ছে। আসলে এই তথ্যগুলো আমাদের অনুমান করতে সাহায্য করবে যখন মহাবিশ্বের আকার নিয়ে আলোচনা করব।

তাহলে মহাবিশ্ব কত বড়? এক কথায় প্রায় 93 বিলিয়ন আলোকবর্ষ। সেটা কেমন দুরত্ব হতে পারে? হ্যা সেটা অনুমান করার জন্যই আমরা কিছুক্ষন আগে কোন গ্রহে যেতে কত সময় লাগে তার হিসাব করেছি।

সূর্য আমাদের থেকে ১ এস্ট্রোনোমিকাল ইউনিট (AU) দূরে অবস্থিত। এক এস্ট্রোনোমিকাল ইউনিট সমান 149,598,000 কিমি বা 92,955,887 মাইল। 

তাহলে, 

0.00001581 আলোকবর্ষ = 1 AU = 149,598,000 কিমি

বা, 0.00001581 আলোকবর্ষ = 149,598,000 কিমি

বা, 1 আলোকবর্ষ = (149,598,000 × 0.00001581) কিমি

বা, 1 আলোকবর্ষ = 9,462,239,089,184.1 কিমি

বা প্রায় ৯ ট্রিলিয়ন কিমি।

হ্যা, এটা মাত্র ১ আলোকবর্ষের দুরুত্ব। তাহলে এর সাথে ৯৩ বিলিয়ন গুণ করে নিন, তাহলেই পেয়ে যাবেন মহাবিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তের দুরত্ব। 

তবে মজার ব্যাপার কি জানেন??

উত্তরটি পুরোপুরি সঠিক নয়।

কারণ, এই দুরুত্ব শুধু পর্যবেক্ষণ যোগ্য মহাবিশ্বের আকার। এর বাইরে কি আছে তা এখনো বিজ্ঞানীদের পক্ষে পর্যবেক্ষণ করা সম্ভব হয় নি। আসলে মহাবিশ্বের প্রকৃত আকার কোনভাবেই বলা সম্ভব নয়। আমরা যেটা জানি কোনভাবেই সম্পূর্ণ মহাবিশ্বের আকার নয়, শুধুমাত্র পর্যবেক্ষণ যোগ্য মহাবিশ্বের আকার। ধারণা করা হয় পুরো মহাবিশ্ব এই পর্যবেক্ষণযোগ্য অংশের চেয়েও প্রায় ২৫০ গুণ বড়। 

তাহলে এই দূরত্ব পাড়ি দিতে কত সময় লাগবে?? উত্তর খুবই সহজ। বর্তমান প্রযুক্তির মহাকাশযানে মহাবিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছাতে আপনার প্রায় ৪০৩ ট্রিলিয়ন বছর সময় লাগবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ