আর্কিমিডিস |
গ্রীক বিজ্ঞানী আর্কিমিডিসের নাম কে না জানে৷ খ্রীস্টপূর্ব ২৮৭ অব্দে তার জন্ম হয়। ৭৫ বছর বয়সে খ্রীস্টপূর্ব ২১২ অব্দে তার মৃত্যু হয়। তার মৃত্যুটি ছিল খুব দুঃখজনক একটি দূর্ঘটনা। রোমান সৈনিকরা সিরাকিউস দখল করবার পর এক রোমান সৈনিককে তার কাছে পাঠানো হয় জেনারেলের সাথে দেখা করবার জন্য। তখন আর্কিমিডিস মূল্যবান একটি আবিষ্কারে ব্যস্ত ছিলেন। তিনি সৈনিককে বলেন কিছু সময় অপেক্ষা করবার জন্য। এতে সৈনিক ক্ষিপ্ত হয়ে তাকে আঘাত করে এবং এতেই তার মৃত্যু ঘটে। তার মৃত্যুতে স্বয়ং রোমান জেনারেল খুবই দুঃখপ্রকাশ করেন।
আজ দেখব এই মহান বিজ্ঞানীর আলোচিত কিছু উক্তি/বাণী।
আর্কিমিডিসের বিখ্যাত কিছু উক্তি/বাণী
১) গণিত তার কাছেই প্রকৃত সৌন্দর্য সহকারে ধরা দেয়, যে বিশুদ্ধ মন ও ভালোবাসা নিয়ে গণিতের দিকে অগ্রসর হয়।
২) আমাকে দাঁড়ানোর মত একটি জায়গা দিলেই হবে। আমি পুরো পৃথিবীটাকে নাড়িয়ে দিতে পারব।
৩) সকলকে ছাপিয়ে যাবার চেষ্টা কর এবং পুরো পৃথিবীটাকে করায়ত্ত্ব কর।
৪) যারা দাবি করে যে তারা সব কিছু জানে কিন্তু কোন প্রমাণ দেখাতে পারে না, তারা নিশ্চয়ই এমন কিছু জানে যা মানুষের পক্ষে জানা সম্ভব নয়।
৫) মানুষ সর্বদাই অতীত থেকে জেনে এসেছে। এর কারণ হচ্ছে,অতীতে গিয়ে কখনো মানুষের পক্ষে কিছু শেখা সম্ভব নয়।
৬) যারা গণিত নিয়ে অধ্যয়ন করে নি বা জানার চেষ্টা করে নি, তাদের কাছে জগতের অনেক কিছুই দূর্বোধ্য হয়ে থাকে।
৭) জ্যামিতিতে যতই দূর্বোধ্য কিছু থাকুক না কেন, একটা সময় ঠিকই মানুষ তা প্রমাণ করতে পেরেছে।
0 মন্তব্যসমূহ
If it seems any informative mistake in the post, you are cordially welcome to suggest fixing it.