মেরি কুরি |
মেরি কুরির বিখ্যাত কিছু উক্তি এখানে দেখব আমরা। উক্তিগুলো মূলত প্রেরণাদায়ক, এবং একই সঙ্গে দার্শনিক—
মেরি কুরির বিখ্যাত কিছু উক্তি/বাণী
১. আমি মনে করি আমার বৈজ্ঞানিক কাজ এবং আমার ব্যক্তিগত জীবনের তথ্যের মধ্যে কোনও সংযোগ নেই।
২. জীবনের কিছুই নেই যাকে ভয় পেতে হবে। জীবনের যা কিছু আছে সবই অনুধাবনের। এখনই মোক্ষম সময় আরো গভীরভাবে অনুধাবন করবার। তাতে আমরা আরো নির্ভয় হতে পারব।
৩. পারফেকশনের ভয় পেয়ে লাভ নেই। পারফেকশন পর্যন্ত আপনি কখনোই পৌঁছুতে পারবেন না।
৪. মানুষের ব্যাপারে কম কম কৌতূহলী হোন। বরং কোতূহলী হন আইডিয়া বা কনসেপ্টের প্রতি।
৫. আমাদের থাকতে হবে কেবল অধ্যাবসায় আর নিজেদের সত্তার ব্যাপারে চূড়ান্ত আত্মবিশ্বাস। আমাদেরকে বিশ্বাস করতে হবে যে, কিছু একটা করবার পক্ষে আমাদের সামর্থ্য রয়েছে এবং ‘কিছু একটা’ সাধিত হবেই।
৬. কেউ হয়তো লক্ষই করে না কী ঘটে গেছে। আবার কেউ শুধু চেয়েই থাকে পরিশেষে কী ঘটবার আছে, তার দিকে।
৭. কিছু স্যাডিস্টিক বিজ্ঞানী আছেন যারা সত্যকে প্রতিষ্ঠিত করবার পরিবর্তে ত্রুটি খুঁজতেই অধিক তৎপর থাকেন।
৮. আপনার কাছে যে উপাত্তটুকু রয়েছে আপনি কেবল সেটারই বিশ্লেষণ করতে পারবেন। কৌশলী হন, কী উপাত্ত আপনি গ্রহণ করবেন আর কিভাবে তা সংরক্ষণ করবেন।
৯. প্রথম নীতিটা হলো, কোনো মানুষের মাধ্যমে অথবা কোনো ঘটনার দ্বারা কারো সত্তাকেই আঘাত করা যাবে না।
১০. বিজ্ঞানের ক্ষেত্রে আমাদেরকে আগ্রহী হতে হবে বিষয়ের প্রতি, লোকের প্রতি নয়।
১১. আমি তাদেরই একজন, যারা মনে করেন বিজ্ঞানের রয়েছে এক মহত্তম সৌন্দর্য।
১২. যখন রেডিয়াম আবিষ্কৃত হলো তখন কেউই প্রমাণ করে দিতে পারেনি এই বস্তু হাসাপাতালে ব্যবহৃত হবে। অর্থাৎ এটা ছিল নিখাদ এক বিজ্ঞানের আগ্রগতি। এর দ্বারা একথাই প্রমাণিত হয় যে, বিজ্ঞানের অগ্রগতিকে কোনো বস্তুর ব্যবহারিকতা দিয়ে বিবেচিত হতে হবে না। বরং বিজ্ঞানের নিজের জন্যই বিজ্ঞানের অগ্রগতি।
১৩. ইট’স অলওয়েজ গুড টু ম্যারি ইওর বেস্ট ফ্রেন্ড।
১৪. আপনি আপনার আপন সত্তার বিকাশ না ঘটিয়ে আরো উন্নত কোনো পৃথিবীর স্বপ্ন দেখতে পারেন না। উন্নত পৃথিবীর জন্য আমাদেরকে সর্বাগ্রে নিজেদের সত্তার উন্নয়ন ঘটাতে হবে।
১৫. জীবনের স্বপ্ন এবং স্বপ্নের বাস্তবতা তৈরি করা গুরুত্বপূর্ণ।
0 মন্তব্যসমূহ
If it seems any informative mistake in the post, you are cordially welcome to suggest fixing it.